নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। একজনকে শহরের ১০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা দুর্বৃত্ত। তারা প্রেস ক্লাব দখল করতে এসেছিলেন।
তবে অপর পক্ষ জানিয়েছে, তারা স্থানীয় পত্রিকায় কর্মরত। প্রেস ক্লাবে সদস্য পদের বৈষম্য দূর করতে স্মারকলিপি দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুপুর ১টার দিকে একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এসময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দিলে তারা সাংবাদিকদের ওপর হামলা করেন। এতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত পাঁচজন আহত হন।
আহত আবু সাউদ মাসুদ বলেন, কয়েকজন প্রেস ক্লাব দখল করতে এসেছিলেন। তখন তারা কেন এসেছেন, কী পরিচয় জানতে চাইলে তারা আমাদের ওপর চড়াও হন।
তবে অপর পক্ষের মাসুদ রানা রনি বলেন, ‘বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ব্যানারে তিনটি দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছিলেন। প্রেস ক্লাবে গিয়ে আমরা স্বাভাবিকভাবে আমাদের আবেদন ও দাবি নিয়ে কথা বলছিলাম। একপর্যায়ে ক্লাবের সদস্যরা আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করেন।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।