রুদ্রবার্তা২৪.নেট: মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে নগরীর জামতলা থেকে সহোদর দুই ভাইকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তারা হলেন: জামতলার মৃত আবুল হাসনাতের ছেলে তুহিন (৫২) ও তুষার (৪৯)।
সোমবার (১১ এপ্রিল) সকালে তাদেরকে জামতলা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী তানজিলা আক্তার (২৫) বাদী হয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে মৃত স্বামীর সহোদর দুই ভাইকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় বাদী বলেন, দশ বছর পূর্বে শহরের নিউ চাষাড়া জামতলার মৃত আবুল হাসনাতের পুত্র কামরান হোসেন রানার সাথে বাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারা শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে বিদ্যুৎস্পৃস্ট হয়ে বাদীর স্বামী মারা যান। এরপর থেকে অভিযুক্ত আসামিরা বাদীকে বাড়ি থেকে তাড়াতে হুমকির পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। বাদী তার স্বামীর রেখে যাওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র চাইলে অভিযুক্ত আসামিরা সন্তানসহ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে ২ মাস আটকে রাখে। বিষয়টি বাদীর পরিবারের লোকজন জানতে পেরে বাদীকে অভিযুক্তদের বাড়ি থেকে নিয়ে যায়। এক মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাদী পুনরায় কাগজের জন্য অভিযুক্তদের বাসায় গেলে বাদীকে এলোপাতাড়ি ভাবে মারধরসহ বাদীর শ্লীলতাহানী ঘটায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, সোমবার সকালে তুহিন ও তুষারকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।