রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন ও ১ জনের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪.২৪ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে শহরের টানবাজার সুইপার কলোনী থেকে বিপুল পরিমানের হেরোইন ও গাজা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সহদর ভাইসহ ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

 

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদােেয় আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

দন্ডিতরা হলো- শহরের টানবাজার সুইপার কলোনীর গুপি লালের দুই ছেলে ছোট লাল (৩৫) ও সাগর (২০) এবং একই কলোনীর মনি লালের ছেলে রুবেল (২২), মদন লালের ছেলে রাজিব(১৮)।

আদালত একই মামলায় পৌর কলোনীর রাম কৃসনার ছেলে ভোলা ওরফে জুয়েলকে (২০) ৬ মাসের কারাদন্ড দিয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫দিনের কারাদন্ড দিয়েছে। রায় ঘোষনার সময় জুয়েল পলাতক ছিলেন।

 

এছাড়া আদালত এ মামলা থেকে মহারাজ নামে একজনকে খালাশ প্রদান করেছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষনা করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১১ সালের ২২মে রাতে রাজধানীর শেরে বাংলারগর র‌্যাব-২ একটি টিম নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সুইপার কলোনীতে অভিযান চালায়।

ওইসময় দুই কোটি ৩ লাখ টাকার হেরোইন ও ৬ লাখ ২৮ হাজার টাকার গাজাসহ ৫জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় সদর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort