দ্বিতীয় করাচি টেস্টের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলেছিল নিউ জিল্যান্ড। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে বাকি চারটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১৪০ রান সংগ্রহ করে। তাতে ১৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৪৯ রান সংগ্রহ করে।
দ্বিতীয় দিনে কিউইদের টম ব্লানডেল ৬ চারে ৫১ রান করেন। আর ম্যাট হেনরি ৮টি চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৮ রানে। আজাজ প্যাটেলের ব্যাট থেকে আসে ৩৫ রান।
বল হাতে পাকিস্তানের আবরার আহমেদ ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন নাসিম শাহ ও আগা সালমান।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের চেয়ে এখনো তারা ২৯৫ রানে পিছিয়ে রয়েছে।
ব্যাট হাতে দারুণ লড়াই করছেন ইমাম-উল-হক। তিনি ৯ চার ১ ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত আছেন সৌদ শাকিল।
ব্যাট করতে নেমে ২৭ রানেই উইকেট হারায় পাকিস্তান। ম্যাট হেনরির বলে আজাজ প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ১৯ রান আসে তার ব্যাট থেকে।
৫৬ রানের মাথায় প্যাটেলের বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান মাসুদ। তিনি ৪টি চারে ২০ রান করে যান। ৯৯ রানের মাথায় রান আউটে কাটা পড়েন অধিনায়ক বাবর আজম। তিনি ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন।
সঙ্গী হারালেও দৃঢ়ভাবে লড়াই করেন ইমাম-উল। শাকিলকে সঙ্গে নিয়ে তিনি দিন শেষ করে আসেন।