২৪ অক্টোবর বৃস্সতিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সচিবের ৫০ টাকা করে চাঁদার অভিযোগ পাওয়া যায়।সাধারণ মানুষের দাবি সরকারি টিসিবি পন্য সামগ্রিই জন্য যে পরিবারিক কার্ডের জন্য ৫০ টাকা করে নিয়ে কার্ড করে।সরজমিনে গিয়ে জানান পারিবারিক কার্ড এর জন্য কাউন্সিলর কার্যালয় থেকে যাবার জন্য বলে কিন্তু আমরা সেখানে কার্ড আনতে গেলে এখন বর্তমানে দ্বায়ীত্ব থাকা সচিব রিয়াদুল হোসেন অনিক আমাদের কাছ থেকে কার্ড এর জন্য ৫০ টাকা দাবি করে জানতে চাইলে সচিব বলে ৫০ টাকা দিতে হবে কার্ড এর জন্য।টাকা না দিলে কার্ড দেওয়া যাবে না।সরজমিনে গিয়ে জানতে চাইলে বর্তমান সরকার এর সিটি কর্পোরেশন দায়িত্ব সচিব রিয়াদুল হোসেন অনিক বলেন পিন খরচ কাগজ প্রিন্টের জন্য ৫০ টাকা নেয়া হয় পরে আবার সে তজর কথা বদল করে বলেন সে কোন টাকা আদায় করছেন না।তখন একজন মহিলা পারিবারিক কার্ড নিতে আসলে তার থেকে ৫০ টাকা নিতে দেখা যায যখন গণমাধ্যম কর্মীদের উপস্থিত টের পেয়ে সে তার রুপ চেইঞ্জ করেন।সচিব অনিকের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি না।পরে গণমাধ্যম কর্মীরা চলে আসলে স্বেরাচারী শাসনকালে মহানগর ছাত্রলীগের নামধারী ছাত্র লীগ নেতা সুজন সহ বিভিন্ন মাধ্যমে ম্যানেজ করার প্রায়তারা করে।সাধারন মানুষের দাবী আমরা যদি ৫০ টাকা করে টিসিবির পন্যের জন্য পারিবারিক কার্ড নিতে চাঁদা দিতে হয় তা হলে আমরা যাবো কোথায়।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের দৃষ্টি কামনা করছেন ২৪ নং ওয়ার্ড এলাকাবাসী।