সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোডে রেন্ট এ কার স্ট্যান্ডের মালিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চিটাগাংরোড রেন্ট এ কার স্ট্যান্ডে ১১ টার সময় সকল গাড়ীর মালিকরা এ প্রতিবাদ সভা করেন।
রেন্ট-এ কার স্ট্যান্ডের মালিকরা জানান, গতকাল (১৫ আগষ্ট) বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকায় রেন্ট এ কার স্ট্যান্ডের চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদের রেন্ট এ কারে প্রাইভেট কার, হাইয়েস, নোয়া সহ ২০০ টি গাড়ি রয়েছে। ২০০ টি গাড়ির মালিক রেন্ট-এ কার স্ট্যান্ড পরিচালনা করেন। রেন্ট- কার স্ট্যান্ডে কয়েকজন সুপারভাইজারের বেতন বিদ্যুৎ বিল, ঝাড়ুদার বিল ও মেহমান আসলে তার আপ্যায়ন খরচ আমরা রেন্ট- এ কারের মালিকপক্ষ বহন করি। মোট যত টাকা খরচ আসে সকল গাড়ীর মালিকপক্ষ ভাগ করে দিয়ে দেই। আমাদের রেন্ট এ কার স্ট্যান্ডের কোন ধরনের চাঁদাবাজি হয় না। ২০০ জন মালিকের মধ্যে ৫ থকে ৬ জন মালিক রেন্ট-এ কার স্ট্যান্ড দখল করতে সাংবাদিকদের মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে আমাদের হয়রানি করছে।
তারা আরও বলেন, কয়েক বছর আগে একজন যাত্রী আমাদের রেন্ট-এ কার স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া নেয়। পরে পুলিশের একটি চেক পোস্টে ওই যাত্রীর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ যাত্রীকে মাদক আইনে মামলা দেয় এবং আমাদের গাড়িটি জব্দ করে। পরে যাত্রীর ভাড়া করা ভাউচার আদালতে পেশ করে আমাদের গাড়িটি নিয়ে আসি এবং আমরা নির্দোষ হওয়ায় এই মামলা থেকে আমাদের গাড়ি অব্যাহতি পায়।
রেন্ট- এ কার স্ট্যান্ডের মালিকরা বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। নারায়ণগঞ্জের সকল সম্পাদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সরাসরি আমাদের চিটাগাংরোড রেন্ট-এ কার স্ট্যান্ডের পরিবহন মালিকদের কাছ থেকে তথ্য নিয়ে দেখেন এখানে কোন চাঁদাবাজি হচ্ছে কিনা। যদি হয়ে থাকে আপনারা যে শাস্তি আমাদের দিবেন আমরা তা মাথা পেতে নিব।
উক্ত প্রতিবাদ সভায় রেন্ট- এ কারের মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নয়ন, লিটন,আব্দুর রশিদ, মিজান, ইব্রাহিম, আব্দুর রশিদ, জাহাঙ্গীর, মোয়াজ্জেম, খোরশেদ, মিজমিজি এলাকার শফিক, দেলোয়ার, অহিদ, মিনাল, হোসেন, আব্দুল, জয়নাল, করিম, মিজমিজির দেলোয়ার প্রমূখ।