সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৩৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ ইউকেট হারিয়ে ২২১ রানে থামে প্রোটিয়ারা।
ভারত ১৬ রানে জয় পেয়েছে। শুরুতে টপ ও মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়, ৩ উইকেটে ২৩৭ রান তোলে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো দলের এটাই সর্বোচ্চ স্কোর, আগেরটি ছিল ওয়েস্ট ইন্ডিজের, ২০১৫ সালে ৬ উইকেটে ২৩৬ রান।
বড় টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে। ডেভিড মিলার দুর্দান্ত খেলে ৪৭ বলে করেছেন অপরাজিত ১০৬ রান। তার পরেও প্রোটিয়ারা শেষ পর্যন্ত থেমে গেছে ৩ উইকেটে ২২১ রান তুলে।
সবমিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় তিন ম্যাচের সিরিজের এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করে নিয়েছে রোহিতরা।