সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

সাংবাদিক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৫০ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘খ’ অঞ্চলে মামলাটি দায়ের করেন। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করায় মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী অ্যাডভোকেট রবিউল আমিন বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পে তিনি মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন। মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রæয়ারি বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীরা নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে সৌজন্য সাাৎ করেন। নগরীর চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভবনে সাাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এই সাাতপর্বের বিষয়ে কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি এবং সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এদিকে নারায়ণগঞ্জ টুডে অনলাইন পোর্টালে ‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ১ ফেব্রæয়ারি আইনজীবী সমিতির মতবিনিময় সভার কথা উল্লেখ করা হয়।
এদিকে বাদী মামলায় দাবি করেছেন, ওইদিন তাদের সংগঠনের কোনো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়নি। মামলার বিবাদী নারায়ণগঞ্জ টুডের সম্পাদক কল্পিত সভা দেখিয়ে কল্পিত সংবাদ প্রকাশ করেছেন। এতে জেলা আইনজীবী সমিতি তথা সর্বস্তরের আইনজীবীদের মানহানি হয়েছে। মামলায় সীমান্ত প্রধান ছাড়াও অজ্ঞাত সংবাদদাতা হিসেবে আরও একজনকে আসামি করা হয়েছে।
এই বিষয়ে মামলার বিবাদী ‘নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধান বলেন, ‘ওইদিন নারায়ণগঞ্জ টুডের প্রতিবেদকের সাথে বিরূপ আচরণ করে সভা থেকে বের করে দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল। এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে। এই বিষয়ে সংুব্দ হতে পারতেন ওই ব্যক্তি যার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু মামলা করা হয়েছে আইনজীবী সমিতির পক্ষ থেকে। এটি করা হয়েছে খালেদ হায়দার খান কাজল যিনি মুনতাসির মামুনের বইয়ে উল্লেখিত রাজাকার গোলাম রাব্বানী খানের ছেলের ইন্ধনে।’
তিনি আরও বলেন, ‘ওইদিনের অনুষ্ঠানটি মতবিনিময় সভা হিসেবে অন্যান্য নিউজ পোর্টালেও উল্লেখ করা হয়েছিল। আইনজীবী সমিতি যদি মনে করে সেদিন মতবিনিময় সভা বিষয়টি লেখা সঠিক হয়নি সে অনুযায়ী তারা প্রতিবাদলিপি পাঠাতে পারতো। প্রয়োজনে লিগ্যাল নোটিশও পাঠাতে পারতো। কিন্তু তারা তা না করে সাধারণ আইনজীবীদের একটি সংগঠনকে সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়েছে। যা অনুচিত বলে মনে করি। আর মামলা আমি আইনগতভাবেই লড়বো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort