নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ লিংক রোডে সাইনবোর্ড নুরুন্নােছা সুপার মার্কেটের সামনে ও মিতালী মার্কেটের যাওয়ার পথে সরকারী রাস্তায় দোকান বসিয়ে ভাড়া আদায় করছে বলে জানা যায়। দোকান্দারদের কাজ থেকে এডভান্স নিয়ে মাসিক ভাড়ায় দোকান ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জাব্বারকে কল করলে প্রতিবেদকের সাথে বলে, আমি আমার মার্কেটের সামনে কোন দোকান ভাড়া দেই নাই, এগুলি আমার ভাই ও আমার ভাইয়ের ছেলে ভাতিজা শিবলি দিয়েছে, আপনি খোজ-খবর নিয়ে দেখেন। নুর নেছা সুপার মার্কেটের ফাউন্ডেশন সম্পর্কে জাব্বার বলে, এর নকশার পারমিশন উপজেলা থেকে নেওয়া হয়েছে, উপজেলার অফিসারের কথা মত রাজউকে ৪১ হাজার টাকা জমা দিয়ে রিসিট এনে উপজেলায় জমা দিয়েছ। রাজউক থেকে কোন পারমিশন নেওয়া হয়নি।”
এব্যাপারে শিবলীকে কল করলে প্রতিবেদককে বলে, “আমি কি করতে পারি? আমি এডভান্স নেই নাই, মাসে ভাড়াটা নেই, আমি যে পানি দেই, কারেন্ট দেই সে টাকা টাকা নেই।আপনার বাসা থেকে যদি আপনি বিদ্যুৎ দেন, পানি দেন তাহলে কি আপনি তার বিল নিবেন না। সেটা ঠিক আছে, আমি যদি বলি বসবে না কিন্তু আমি যদি আমার বাসা থেকে বিদ্যুৎ দেই, পানি দেই সেটার বিল কি আমি নিব না, সে টা কি আমার অন্যায়?” আরও তথ্য প্রতিবেদকের নিকট গচ্ছিত আছে।
এব্যাপারে সড়ক ও জনপদ নারায়নগঞ্জের এসডি বলে, আপনি আমাকে জানিয়েছেন, তার জন্য ব্যবস্থা নিব। নিউজ না করে আমাদের সহয়তা করেন, আমরা আইনত ব্যবস্থা নিব।”