রুদ্রবার্তা২৪,নেট: জাতীয় সাপ্তাহিক সত্যের পাতা পত্রিকার আয়োজনে পত্রিকার সম্পাদক কবি ও সংগঠক সাংবাদিক ফরিদা ইয়াছমিন সুমনা’র সার্বিক তত্বাবধানে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রয়াত পাঁচজন কবির স্মরণে মিলাদ, দোয়াপাঠ, স্মৃতিচারণ, নিবেদিত লেখা পাঠ, আলোচনা সভা, স্বাধীনতার গান ও ১৯ জন কবিকে ‘সত্যের পাতা সম্মাননা ২০২২’ প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো কবিদের মিলনমেলা। ২৫ মার্চ শুক্রবার ফতুল্লা চৌধুরীবাড়ি মার্ক ভিলার অনু’র মনন চত্বরে বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত শতাধিক কবি, সাংবাদিক, শিল্পী ও শিল্প সাহিত্যানুরাগীদের মিলন মেলায় মূখরিত হয়ে ওঠে মনন চত্বর। কবি ও কণ্ঠশিল্পী এস এ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক হালিম আজাদ। উদ্বোধক ছিলেন কবি নাট্যকার মু. জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি ছড়াকার ডা. মতিউর রহমান মনির। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ, কবি রনজিৎ মোদক, কবি মিজান মিলকী, কবি কামাল সিদ্দিকী, ছড়াকার মানিক চক্রবর্তী, কবি আল আশরাফ বিন্ধু, প্রয়াত কবি পুত্র জাহিদ বাহার শিপলু ও কবি কন্যা ডা. নাফিজা।
কবি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনাতে মিলাদ ও দোয়া পরিচালনায় ছিলেন কবি কলামিস্ট কামাল সিদ্দিকী। দোয়া শেষে সত্যের পাতা’র সম্পাদক কবি ফরিদা ইয়াছমীন ফুলেল শুভেচ্ছায় অতিথিদের মঞ্চে বরণ করে নেন। অতিথিদের স্মৃতিচারণ ও বক্তব্যের পাশাপাশি চলছিল আগত কবি ছড়াকারদের স্বরচিতÑ নিবেদিত লেখা পাঠ এর পালাক্রম ও ১৯ জন নবীন প্রবীণ কবিদের সম্মাননা স্মারক প্রদান।
যারা ‘সত্যের পাতা কাব্য সম্মাননা ২০২২’ পেয়ে সম্মানিত হয়েছেন তাদের মধ্যে ছড়া সাহিত্যেÑ ডা. মতিউর রহমান মনির, চান মিয়া চান্দু, আলতাফ হোসেন রায়হান, শেখ হাবিবুর রহমান ও রহমান আজিজ। কবিতায়Ñ রনজিৎ মোদক, ঠাকুর তিক্তদাহ নলুয়া, লুৎফর রহমান সর্দার, কাজী আনিসুল হক, শহিদুল্লাহ শিশির, মামুন বাবুল, আবুল কালাম ও মো. আলাল। গল্প সাহিত্যেÑ মোহাম্মদ আল মনির, শিশুসাহিত্যেÑ এস এম শাহাব উদ্দিন, প্রকাশক হিসেবেÑ আহমেদ রউফ (রৌদ্রছায়া প্রকাশ), সংগঠক হিসেবেÑ বাপ্পি সাহা (কবিয়াল), পত্রিকা সম্পাদকÑ শাহ আলম তালুকদার, সাহিত্যের বিশেষ ভূমিকায়Ñ কবি ইয়াদী মাহমুদ।
স্বাধীনতার গান গেয়েছেন মনন সম্পাদক কণ্ঠশিল্পী মাবিয়া রহমান।
স্বরচিত লেখা পঠিত কবিদের মধ্যে কবি লুৎফা জালাল, বশিরুজ্জামান বশির, আনোযার হোসেন সজীব, এস এম মুনসুর আলী, আল আমিন বৈরাগী, অপু ভূঁইয়া, ফরিদ আহমেদ হৃদয়, মোঃশামীম চৌধুরী সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ ওবায়েদ উল্লাহ, নাট্য ব্যক্তিত্ব লেখক ফজলুল হক পলাশ, রিয়াদ মিডিয়ার কর্নধার বি জে রাজু, জিনিয়া নাট্য গোষ্ঠির সভাপতি জুয়েল চৌধুরী সহ আরও বিশেষ ব্যাক্তি গুণীজন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শেষে আপ্যায়নের মাধ্যমে সমাপন ঘটে।