স্টাফ রিপোর্টারঃ তোমাদের জন্য রাসুল সাঃ এর জীবনেই রয়েছে উত্তম আদর্শ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ছিলেন মানবতার বন্ধু, তিনি আইয়ামে জাহেলিয়াতকে দূরীভূত করে বিক্ষুব্ধ জনপথে শান্তি এবং সুস্থ পরিবেশ সৃষ্টি করেছিলেন।
আল কোরআনের মাধ্যমে তিনি পৃথিবী থেকে সকল ধরনের অন্যায়, অশ্লীল, অত্যাচার নিপীড়ন দুরিভীত করেছিলেন।
২৬ সেপ্টেম্বর শাহ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার, বিশিষ্ট শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন।
মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সুপার হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লার জনপ্রতিনিধি চার নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব কাজী মোহাম্মদ মাইনুদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সৈয়দ মোঃ শরিফ হোসেন, মোঃ সেলিম চৌধুরী, মোঃ রাসেল চৌধুরী,
শিক্ষক মন্ডলীর মধ্যে আরো যারা বক্তব্য পেশ করেন জনাব মোঃ কামাল উদ্দিন, মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ জসিম উদ্দিন, মাওলানা আবু সাঈদ, আব্দুল করিম চৌধুরী প্রমুখ।