নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৯ বছর যাবৎ ত্বকী হত্যার বিচার চেয়ে যাচ্ছি। কোন এক অজানা কারণে ত্বকী হত্যার বিচার হচ্ছে না। নির্মম নিষ্ঠুর ভাবে আমাদের বাচ্চাকে কেড়ে নেয়া হয়েছে। এত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিন্তু এরকম একটা আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। কেন হচ্ছে না, এটা মনে হয় আমরা নারায়ণগঞ্জবাসী জানি। শুধু নারায়ণগঞ্জবাসী নয় পুরো বাংলাদেশের মানুষ এমনকি প্রবাসীরাও অনুধাবন করতে পারি কেন এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না।
সোমবার (৭ মার্চ) ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে শহরের দেওভোগে শেখ রাসেল নগর পার্কে আয়োজিত শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, র্যাব তদন্ত করেছে এবং তদন্তের খসড়া রিপোর্টে অনেকের নাম উঠে এসেছে। সেটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যে প্রভাবশালী ব্যক্তিরা, ব্যক্তির সন্তানেরা ও আত্মীয়-স্বজনেরা মিলে ত্বকীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কারণ ত্বকীর বাবা সাধারণ মানুষের জন্য বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে প্রতিবাদ করেছিল। তাকে ভয় দেখিয়ে কন্ঠরোধ করার জন্য, নারায়ণগঞ্জকে ভীত করার জন্য ত্বকীকে হত্যা করা হয়েছিল। তারা ভাবেনি এইভাবে মানুষ প্রতিবাদ গড়ে করবে।
তিনি আরো বলেন, অনেকগুলো হত্যাকাণ্ডের নাম আমরা বলে থাকি। যখন পৌরসভা থেকে পাশ করলাম, আশিক হত্যার প্রতিবাদ করেছিলাম। ওর বাবা-মা এতটা সাহস করতে পারেনি তারপরও একটা মামলা করেছিল। থানা থেকে বলেছিল, আজমেরীর নাম বাদ দিতে হবে। আজমেরীর নাম বাদ দিয়ে যাকে এক নম্বর আসামি করা হলো সেই সিজার এখন নারায়ণগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে। বন্দরে বিশাল বড় ড্রেজার এর পাইপ ফেলে বালু ব্যবসা করে। কিন্তু প্রশাসন তাকে চোখে দেখে না। তদ্রুপ ভাবে ত্বকী হত্যাকারীদেরও চোখে দেখেনা। নাকের ডগার উপর দিয়ে শত শত হোন্ডা বাহিনীকে নিয়ে পত্রিকা অফিসে আক্রমণ করে, তারপরও প্রশাসন তাদের চোখে দেখে না। কারণ এই শহরের সবচেয়ে বিখ্যাত পরিবার। যারা কথায় কথায় বলে তাদের মতো ধনী পরিবার নাকি নারায়ণগঞ্জে নাই। এই ধনীটা হলো কিভাবে? যিনি টাকার জন্য তোলারাম কলেজের ফরম ফিলাপ করতে পারে নাই। আজকে ওনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের উপর আঙ্গুল তোলে বাড়ি করলো কিভাবে।
এসময় তিনি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, জায়গা বিক্রি করে বাড়ি করেছি আপনার মত চুরি করে দুর্নীতি করে নয়। ওনা (শামীম ওসমানের) ১৬ থেকে ১৭টি কার্গো জাহাজ আছে। এই জাহাজগুলোর মালিক উনি রাতারাতি কিভাবে হলেন? কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন নারায়ণগঞ্জবাসী জানতে চায়। দুদকের ভয় দেখান, অনেকের ইনকাম ট্যাক্স এর ফাইল নিয়ে নাড়াচাড়া করেন। যারা আমার নির্বাচন করেছে, তাদের ইনকাম ট্যাক্স এর ফাইল রাইফেল ক্লাবে বসে থেকে রাজাকারপুত্র কাজলের মাধ্যমে নাড়াচাড়া করছেন।