নিজস্ব প্রতিনিধি:- ২৩ আগষ্ট শুক্রবার ২০২৪ বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা ফতুল্লার কুতুবপুর এলাকায় মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ)বাংলাদেশ এর উদ্যোগে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদের আয়োজনে বন্যা কবলিত প্রায় ৪০০ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জেলার বন্যা দুর্গতদের সাহায্যার্থে ঢাকা টিএসসিতে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ত্রাণ তহবিলে মায়ের আঁচলের পক্ষ থেকে সভাপতি হারুন অর রশিদ সাগর ও সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ ট্রাকে করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসেন আজ ২৩ আগস্ট ২০২৪ বেলা ১১ টায়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চিরা, মুরি, খেজুর, গুড়, দুধ, মোমবাতি, লাইটার মেস, খাওয়ার স্যালাইন ও জরুরী চিকিৎসায় ঔষধ সহ অন্যান্য সামগ্রী।
অনুষ্ঠানে মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক মায়ের আঁচল এর সম্পাদক ও প্রকাশক লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর, সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ, সদস্য পাভেল,পারভেছ,সিয়াম,আকাশ,অয়ন,সানজিদ,জয় প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুন অর রশিদ সাগর ও সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ বলেন বন্যা কবলিত বিপদগ্রস্ত ও গরিব অসহায় মানুষকে সহযোগিতা করলে সম্পদ কমেনা বরং বৃদ্ধি পায় মন প্রফুল্ল হয় মনের কালিমা দূর হয়। এটা হচ্ছে একটি প্রাকৃতিক বন্যা তাই তাদের পাশে আমাদেরকে যে যার তৌফিক এ যতটুকু আছে সহযোগিতা করে হাত বাড়িয়ে দেওয়াই হচ্ছে মানবতা এবং মানবিক কাজ তাই বেশি বেশি উদ্যোগ নিয়ে আমরা যে যেখানে যে অবস্থানে আছি যতটুকু পারি বন্যা দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত বাড়ায় দেই। আজকে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা হয়েছে যদি এলাকার গণ্যমান্য এবং বিত্তবানদের সহযোগিতা আমাদের সাথে পেতাম তাহলে আমরা আরো বড় পরিসরে আরো অনেক মানুষকে দিতে পারতাম তাদের মুখে হাসি ফুটতো কারণ প্রয়োজনের তুলনায় খুব কম মানুষকে আমরা দিতে পারছি বিদায় সেই রকম ভাবে ভালো লাগছে না, তারপরও আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই যাতে সামনে বন্যা কবলিত মানুষের পুনর্গঠনের জন্য আরও বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। ।