বন্ধুদের সাথে ভারতের ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ফতুল্লার লালপুরের নাঈমুর রহমান প্রান্ত নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার(১৪ মার্চ) রাতে ভারতের গোয়ায় এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমান প্রান্ত ফতুল্লার লালপুরের কামাল হোসেনের পুত্র। সে আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। তারা হলো- আহত হয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের পুত্র তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫), ফতুল্লা আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের পু্ত্র আলী আকরাম আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান আদিব (২২)। গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে আদিবের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে নিহত নাঈমুর রহমান প্রান্তের চাচা আক্তার হোসেন জানান, তার ভাতিজা বন্ধুদের সাথে রোববার সকাল দশটার ফ্ল্যাইটে ভারতের বোম্বে যায। সেখান থেকে গোয়া যায়। সোমবার রাতে গোয়ায় প্রাইভেট কার দূর্ঘটনায় প্রান্ত মারা যায়। মঙ্গলবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহামন স্বপন তাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে তিনি জানান।
নিহতের স্বজনেরা জানান, রাত আড়াইটা দিকে সর্বশেষ ফোনে কথা হয়েছিলো। প্রান্ত নিজেই গাড়ী চালাচ্ছিলো বলে জানা যায়। রাত সাড়ে তিনটার দিকে তারা দূর্ঘটনার শিকার হন। পরে সকাল সাড়ে নয়টার দিকে আহত সোয়াদ মোবাইল ফোনে তার পরিবার কে দূর্ঘটনার সংবাদ জানান। এবং প্রান্ত নিহতের সংবাদটি জানান।