বন্দরে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আনিসুর রহমান রানা (২৪) নামে এক কুমিল্লার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান কালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম (৩৫) নামে বন্দরে আরো এক মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বন্দর থানার মুখফুলদী নয়ানগরস্থ পলাতক আসামী মাসুমের ভাড়াকৃত দোকানে রক্ষিত মটর সাইকেলের তেলের ট্যাংকি ও পিছনের সিট কভারের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১শ’বোতল ও দোকানের সুতার স্তপের মধ্যে রক্ষিত আরো ১শ’ ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি আনিছুর রহমান রানা কুমিল্লা জেলার কোতয়ালী থানার বাঘবের এলাকার হারুন অর রশিদ মিয়ার ছেলে বলে জানা গেছে। পলাতক আসামী মাসুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদি নয়ানগর এলাকার বাসিন্দা।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিন বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিনসহ সঙ্গীয় র্ফোস গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বন্দর থানার মুখফুলদী নয়ানগরস্থ মাদক ব্যবসায়ী মাসুমের দোকানে অভিযান চালায়।
অভিযান কালে মাদক ব্যবসায়ী মাসুম ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। টরে ডিবি পুলিশ দোকানে তল্লাশী করে সুতার স্তুপ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলে তেলের ট্যাংকি ভিতরে ও পিছনের সিট কভারের বিশেষ কায়দায় রক্ষিম আরো ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী আনিসুর রহমান রানা দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ বন্দরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসায় করে সে দীর্ঘ দিন ধরে নিজে মটর সাইকেল চালিয়ে কুমিল্লা থেকে ফেন্সিডিল বহন করে পলাতক আসামী মাসুমের বাড়িতে আসে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।