রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম শিার্থীদের প্রতি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহŸান জানিয়ে বলেছেন, ‘বড় হতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। বাবা মা শিকের কথা শুনতে হবে। ভালো মানুষ হতে হবে। পুরো পৃথিবী দ্রæত এগিয়ে যেতে হবে। পৃথিবীর সাথে তাল মেলাতে হলে পড়াশোনার বিকল্প নেই।’
শুক্রবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক, সাহিত্যিক শরীফ উদ্দিন সবুজের জন্মদিন ও তাঁর মায়ের মৃত্যুবার্ষিকী উপলে স্কুলের শিার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নগরীর গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) ও শরীফ উদ্দিন সবুজের বন্ধু মোতাজ্জের হোসেন শাহজাদা, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, বিশিষ্ট সমাজ সেবক জাকিয়া আলী মিলি, নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহ্ জামান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল করিম শেখ, স্কুলের প্রধান শিকিা মরিয়ম আক্তার, ফাউন্ডেশনের পে নীলা আহম্মেদ নিশি, আল্লামা ইকবাল রোড এলাকাবাসির পে তানভীর আহাম্মদ প্রমুখ।
পুলিশ সুপার মোতাজ্জের হোসেন শাহজাদা বলেন, সবুজ আমার ছোটবেলার বন্ধু। ছোট থেকেই সে শিশুবৎসল। তারা বাবা মায়ের স্মরণে সে প্রায় চৌদ্দ বছর ধরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস দিয়ে আসছে। যেটি একটি অত্যন্ত অনুসরণযোগ্য উদ্যোগ। সবুজ অত্যন্ত সৎ ও নির্ভীক সাংবাদিক। শিশুদের মাঝে মডেল হিসেবে উল্লেখ করার মতো একজন মানুষ।
অনুষ্ঠানে দুইশ ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুল ড্রেস স্কুল ব্যাগ বিতরণ করা হয়।