চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা,জিতলেও ঘরোয়া লীগের স্বভাবসুলভ দাপট হারানো-সব মিলিয়ে মৌসুমের শেষেই পিএসজির কোচ ক্রিস্তেফ গলতিয়েরকে সরিয়ে দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল।বুধবার সেটি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়। তার বিদায়ের পর নতুন কোচ নির্বাচনে খুব বেশি সময় নেয়নি ক্লাব কর্তৃপক্ষ।এদিনই ফরাসি চ্যাম্পিয়নদের দায়িত্ব দেওয়া হয়েছে লুইস এনরিকেকে।
চুক্তির মেয়াদের এক বছর বাকি থাকতেই বুধবার গালতিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় পিএসজি। এর কয়েক ঘন্টা পরই এনরিকেকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে জানায় প্যারিসের ক্লাবটি।
পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ এনরিকে।সর্বশেষ স্পেন কোচের দায়িত্ব পালন করেছিলেন এনরিকে। ২০১৮ সালে দায়িত্ব নেওয়া এই স্প্যানিয়ার্ড গত বছরের ডিসেম্বর পর্যন্ত ২০১০ বিশ্বকাপজয়ীদের দায়িত্বে ছিলেন তিনি।
জায়ান্ট ক্লাব বার্সেলোনারও তিন বছর কোচের দায়িত্বে ছিলেন এনরিকে। প্রথম মৌসুমেই দলটিকে জেতান ‘ট্রেবল’। তার হাত ধরে পরে আরও একবার লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জেতে কাতালান ক্লাবটি।এর আগে স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো ও সেরি আর দল রোমার দায়িত্বেও ছিলেন এনরিকে।
ক্রীড়াভিত্তিক ওয়েসবাইট ইএসপিএন-এর খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তিতে পৌঁছায় পিএসজি। তা আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেবল গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের অপেক্ষায় ছিল তারা।