দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ডিবি পুলিশের একাধিক টিম। অভিযানের এক পর্যায়ে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে আজমেরী ওসমানের এই তিন সহযোগিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কাশিপুর হাটখোলা এলাকার আদর্শ নগর এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মাসুম ওরফে কাইল্লা মাসুম (৪২), হাটখোলা সিকদার বাড়ী এলাকার মজিবর সিকদারের পুত্র মো: রানা সিকদার (৩২), হাটখোলার ওয়ারিশ সরদার বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র মো: জিতু সরদার (৩৫)।
বিকেলে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইয়ানূর এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে সোমবার মামলাটি সদর মডেল থানা পুলিশ থেকে ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
এর আগে রোববার রাতে পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে রাত থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়। ১৩ ফেব্রুয়ারী রোববার বিকেলে গ্রেফতারকৃত ৮ জনকে সদর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এর আদালত শুনানি শেষে প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃত ৮ জন হলেন শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, মো. নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন। বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আবু আল ইউসুফ খান টিপু ও আজিজ আল মামুন।
প্রসঙ্গ: শনিবার দুপুরে নগরীর প্রেসিডেন্ট রোডে দৈনিক সময়ের নারায়ণগহ্জ প্রত্রিকা অফিসে হামলা চালায় শতাধিক সন্ত্রাসী।