রুদ্রবার্তা২৪.নেট; নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ পাইকারি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের অভিযানে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. সেলিমুজ্জামান জানান, নিতাইগঞ্জ পাইকারি বাজারের অভিযানে দৃশ্যমান স্থানে পাণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মা জেনারেল স্টোরকে ৫০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা এবং বিসমিল্লাহ ট্রেডিং কে ২০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ অভিযানে সোহেল আক্তার, পরিচালক, চেম্বার অব কর্মাস, জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।