নিত্যপণ্যের দাম যা বেড়েছে, তা রোজার বহু পূবেই। তবে, প্রথম রোজায় ইফতারকে সামনে রেখে বেড়েছে মিঠাই, চিনি, বেগুন, শসার দাম।
নারায়গঞ্জের দ্বিগুবাবুর বাজার ও কালিরবাজার ঘুরে এমন চিত্র যাওয়া গেছে। ইফতারকে সামনে রেখে বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু বিক্রেতারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে প্রবেশের সময় যে দোকানটিতে শসা বিক্রি করতে দেখা গেছে ৬০ টাকা কেজি। সেই একই দোকানে বিকেলে এই শসা বিক্রি হয়েছে ৮০ টাকায়। একই ভাবে চাহিদা বেশি থাকায় বিক্রি হয়েছে ছোলা, চিনি, বেগুনের দামও। এছাড়া প্রতিকেজি ছোলা বিক্রি হয়েছে ৭০ থেক ৭৫ টাকা, মুড়ি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, চিনি ৭৮ টাকা, তেল পাঁচ লিটার ৭৯০ টাকা। কোথাও কোথাও এর চেয়েও বেশি মূল্যে বিক্রি করতে দেখা গেছে।
বেগুন, শসার কেজি ৬০ থেকে ৮০ টাকা। যা দুই দিন আগেও ৪০ থেকে ৫০ টাকা ছিল। এছাড়া লেবুর হালি ৪০ টাকা। বেড়েছে গরু এবং খাসির মাংসের দামও। খাসির কেজি সাড়ে ৯শ ৫০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে।
রুহুল আমিন নামের এক শসার ক্রেতা জানান, ক্রেতা বেশি থাকায় দাম বাড়িয়ে দিচ্ছে কিছু ব্যবসায়ী, খেতে হবেই, তাই বাধ্য হয়ে কিনছি।