রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘শেখ রাসেল পার্ক করার জন্য চারুকলার পুরোনো ভবনটি ভাঙতে হয়েছিল। তখন তাদের কথা দিয়েছিলাম নতুন ভবন করে দেবো। আমি সিটি করপোরেশনের মাধ্যমে ৫ তলা ভিত্তির ৩ তলা ভবন করে দিয়েছি। আমি নারায়ণগঞ্জবাসীকে যে কথা দেই সেই কথা রাখার চেষ্টা করি।’
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এর আগে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন।
শিামন্ত্রী ও প্রতিমন্ত্রী দু’জনই নগরীর শেখ রাসেল পার্ক ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পার্কের পরিবেশ ও চারুকলার আধুনিক ভবন দেখে দু’জনই সিটি মেয়র আইভীর প্রশংসা করেন।
শিামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগে একবার একটি বিয়েতে এসে কমিউনিটি সেন্টারের উপর থেকে শেখ রাসেল পার্কটি দেখেছিলাম। আর আজকে ভেতর থেকে দেখলাম। চারুকলা ভবনটি ঘুরে দেখলাম। আমি একেবারেই মুগ্ধ। যার কারণে এই পার্ক ও চারুকলা ভবনটি হয়েছে সেই সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানাই। সুন্দর স্থাপনা করতে, পার্ক করতে একটা সুন্দর মন লাগে। সেই সুন্দর মন আছে সেলিনা হায়াৎ আইভীর। তার কার্যক্রম অনুপ্রাণিত হবার মতো।
শেখ রাসেল পার্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘আমাদের যুবসমাজ মাদক ও অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত হচ্ছে। সেই জায়গায় আইভীর আপার এই ধরনের উদ্যোগ দেখে তাকে স্যালুট জানাই। তিনি একজন মহিয়সী নারী। আইভী আপার দৃষ্টান্ত দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আমার এলাকাকেও আইভী আপার এলাকার মতো হওয়ার স্বপ্ন দেখি।’
তিনি আরও বলেন, ‘আগে জরাজীর্ন ভবন ছিল কিন্তু পড়াশোনা ভালো ছিল। আজকাল শিা প্রতিষ্ঠানগুলোর ভবন সুন্দর হয়েছে কিন্তু পড়াশোনার মান কেমন জানি পেছনে চলে গেছে। তাই মায়েদের বলবো, প্রত্যেক সন্তানের প্রতি খেয়াল রাখবেন। বঙ্গবন্ধু শিকদের প্রতি মর্যাদা দিয়ে ২৬ হাজার প্রাইমেরি স্কুলকে সরকারি করে দিয়েছিলেন, ফলে শিরাও সরকারিকরণের আওতায় এসেছিলেন। আমরা শিকদের শ্রদ্ধা জানিয়ে শিার্থীদের প্রতি খেয়াল রাখার আহŸান জানাই।’
নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি আহসানুল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, নারায়ণগঞ্জ কলেজের অধ্য রুমন রেজা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।