নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৭ জুলাই) সকালে তিনি এ পরিদর্শনে আসেন।
প্রথমে সাইনবোর্ডে আন্দোলনকারিদের তান্ডবে ক্ষতবিক্ষত মা হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিবিআই কার্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর এসব বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তার বক্তব্য তুলেধরেন তিনি।
প্রেস ব্রিফিং শেষে বিকাল ৩টার শহরের নগর ভবন ও জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেন। এসময় আওয়ামী লীগের নেতারা মন্ত্রীর কাছে সেদিনের ঘটনার বর্ণনা তুলেধরেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক, মহানগর আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাব্বির আহমেদ সাগর, তাহের উদ্দিন সানি, রাজিব হোসেন, শাহাদাত হোসেন সাহেদ, মো: হৃদয় প্রমূখ।