রুদ্রবার্তা২৪.নেট: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের ল্েয শিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসকাবের সামনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ প্রেস কাবের সামনে এ কর্মসূচিতে সভাপত্বিত করেন সংগঠনের জেলা সভাপতি সুলতানা বেগম রতœা।
বাংলাদেশ মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পাঁচ দফা দাবি হলো: আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়িভাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক ন্যায় বেসরকারি মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, বাংলাদেশ মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের ২টি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষণা প্রদান, বেসরকারি শিকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা, মাধ্যমিক শিাব্যবস্থা জাতীয়করণ। শিকবন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহব্বান জানান।
বক্তারা বলেন, আমরা শিক, মানুষ গড়ার কারিগর।আমরা আর্থিক, সামাজিক, মানসিকভাবে সমৃদ্ধ থেকে জাতি গঠনে যেন টেকসই ভূমিকা রাখতে পারি, সে ল্েয আমরা শ্রেনী কইে থাকতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন তখন তিনি এক শিক সমাবেশে বলেছিলেন বেসরকারি শিকদের তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ন্যায়সংগত পাঁচ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে না।
এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, বন্দর থানা সভাপতি আজিজুর রহমান, বন্দর থানা সাধারণ সম্পাদক আইয়ুব আলী ভুঁইয়া, সোনারগাঁ থানার সভাপতি মাহমুদুল হাসান, জেলা কমিটির অর্থ সম্পাদক ওয়ায়দুর রহমান, সহসভাপতি সাইদুর রহমান শিা বিষয়ক সম্পাদক এমএ গনি সহসম্পাদক আলী ও কামরুল হাসান প্রমুখ।