রুদ্রবার্তা২৪.নেট: মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরামূল্য ছাড়াই অপাস্তুরিত গাভির দুধ প্যাকেটজাত করে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচলিত হয়।
অভিযানে ভূইগড় রূপাউন টাউন এলাকার হাজী ফকির চাঁন মার্কেটের সাশ্রয় ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার এবং পূর্ব ইসদাইর চাঁনমারী এলকার গ্রীন বেল ডেইরী রেনচকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরামূল্য ছাড়াই অপাস্তুরিত গাভির দুধ প্যাকেটজাত করে বিক্রি করার অপরাধে সদর উপজেলার ভূইগড় রূপায়ন টাউন এলাকার হাজী ফকির চাঁন মার্কেটের সাশ্রয় ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার এবং একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে একই অপরাধে ইসদাইর চাঁনমারী এলাকার গ্রীন বেল ডেইরী রেনচকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলো, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।