স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে আওয়ামীলীগের দুই এবং জাতীয় পার্টির এক চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছে জেলা আওয়ামীলীগ। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে দলীয় প্যাডে লিখিত দেয়।
আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সোনারগাঁ উপজেলার বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ও সদর উপজেলার আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করেছেন। স্বাধীনতার প্রতীক নৌকার প্রতি অবজ্ঞাসূচক বক্তব্য রেখেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জনিয়েছেন আওয়ামীলীগ নেতারা।
এই তিন জনপ্রতিনিধির দেয়া সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্দ আওয়ামীলীগ নেতারা বলছেন, বারদীর চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পর্কে বেফাঁস বক্তব্য দিয়েছে। বারদীতে আসতে হলে প্রধানমন্ত্রীকে আমার অনুমতি নিয়ে আসতে হবে- তার দেয়া ওই অশালীন বক্তব্য ইতোমধ্যে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তাকে জেলা আওয়ামীলীগ দলের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে। একই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রেও চিঠি দিয়েছে। যারা জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে মানে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করে আওয়ামীলীগ।
তারা আরও বলেন, এক অনুষ্ঠানে কলাগাছিয়ার চেয়ারম্যান দেলোয়ার হোসেন- আমি শেখ হাসিনাকে চিনি না, শেখ মুজিবুর রহমানকে চিনি না- বলে বক্তব্য দিয়েছেন। বর্ণচোরা স্বাধীনতা বিরোধী দেলোয়ার স্বাধীনতাকেই অস্বীকার করেছে। সংবিধান লঙ্ঘনের অপরাধে অতিসত্ত্বর তাকে গ্রেফতার করা উচিত বলে মনে করেন আওয়ামীলীগ নেতারা। একই সাথে স্বাধীনতার প্রতীক নৌকার প্রতি অবজ্ঞা করে বক্তব্য রাখায় আলীরটেকের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, তিন চেয়ারম্যান জাতির পিতা, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের প্রতীক নৌকা নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের কাছেও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।