রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে আইইবি’র মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩২ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ডিসিদের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ-সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)।
বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) নারায়ণগঞ্জ জেলার আইইবি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিদ্ধিরগঞ্জ বিদুৎ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশীদ, সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি মো. আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী এলজিইডি আবদুল্লাহ আল রাশেদী, সদর উপজেলা প্রকৌশলী সামছুন নাহার, আইইবি’র নারায়ণগঞ্জ চেয়ারম্যান মো জাহাঙ্গীর আলমসহ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ, গণপূর্ত, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকৌশল পেশার সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কোনো অভিজ্ঞতা নেই। এ কারণেই সরকারের উন্নয়ন প্রকল্পের জেলা প্রশাসকদের পরিবীণ ও মূল্যায়ন করানো হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্খিত জটিলতা সৃষ্টি হবে। তাদের এই দায়িত্ব দিলে দির্ঘসূত্রয়িতা হবে। সরকার সঠিক তথ্য অবগত হতে পারবেন না। এই সিদ্ধান্ত আমরা তীব্র প্রতিবাদ জানাই। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুয়ারি জারীকৃত পত্রের মাধ্যেমে ডিসিগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যে আদেশ দিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। এ সময় প্রকৌলীরা তাদের দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort