রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

এলপি গ্যাস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফতুল্লায় বাসদের মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১০.২৪ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: এলপি গ্যাস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ ফতুল্লা থানা শাখার উদ্যোগে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ফতুল্লায় মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা ইউনিয়নের সদস্যসচিব সাইফুল ইসলাম শরীফ, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আহŸায়ক হাসনাত কবীর, এনায়েতনগর ইউনিয়নের সংগঠক নূর হোসেন সর্দার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ রাতুল।
নেতৃবৃন্দ বলেন, সরকারের দুঃশাসনে জনজীবন বিপর্যস্ত। দফায় দফায় জ¦ালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। প্রতি মাসে এলপি গ্যাসের দাম সমন্বয়ের নামে দাম বাড়ানো হচ্ছে। ফেব্রæয়ারি মাসে রান্নার কাজে ব্যবহ্নত এই এলপি গ্যাস জানুয়ারি মাসের মূল্যের চেয়ে ৫.২৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ বাড়তি ৬২ টাকা গুনতে হচ্ছে গ্রাহককে। এর আগে বিভিন্ন গ্যাস কোম্পানিগুলো বাসাবাড়িতে দুই চুলা গ্যাসের দাম ৯৭৫ টাকা বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা ও এক চুলার দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। একদিকে বাসাবাড়িতে গ্যাসের সংকটে দিনের বেলা রান্না করতে পারছে না এবং রান্নার কাজে দ্বিগুন খরচ হচ্ছে; আরেকদিকে দাম বৃদ্ধি গ্রাহকদের ভয়াবহ সংকটে ফেলেছে।
নেতৃবৃন্দ আরো বলেন, চাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নি¤œআয়ের মানুষদের খাবারের পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। গতকাল বাণিজ্য মন্ত্রনালয় সয়াবিন তেল লিটার প্রতি ৮ টাকা বাড়িয়েছে। চালের কোন সংকট না হলেও চালের দাম বেড়েই চলছে। টিসিবির ট্রাকসেলের সামনে এখন শ্রমজীবীদের সাথে সাথে নি¤œ মধ্যবিত্তরাও লাইনে দাঁড়াচ্ছে। বর্তমান গণবিরোধী সরকার লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort