রুদ্রবার্তা রিপোর্ট: গত ১৩ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায়,বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের সভাপতি মনোয়ার হোসেন শোখন বলেন,২০২৪ ইং নতুন বাংলাদেশ গড়ার কারিগর দীর্ঘ ১৫ বছর লুকিয়ে থাকা স্বপ্ন গুলো নিয়ে বাঙ্গালী আজ ২০২৪ এ জেগে উঠেছে। সবাই তাদের স্বপ্ন গুলোর বাস্তবায়ন চায়। তবে সাধারণ জনগনের চেয়ে রাজনৈতিক দল গুলো যেন বেশিই সোচ্চার।
‘বিজনেস প্রতিদিন’ এর নিয়মিত আয়োজনে বিশেষ এক সাক্ষাৎকারে বলেন, যিনি বিশেষ ভাবে রাষ্ট্রীয় দল ‘বিএনপি’ র আস্থাভাজন। ধন্যবাদ জানাচ্ছি তাকে। তিনি ‘বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন’… এর নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতির দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি।
তিনি প্রথমেই আল্লাহ্ তায়ালার শোকরানা আদায় করেন। তাঁর মতে বাংলাদেশ দীর্ঘ সময় পর ফেরাউনের মত এক নিকৃষ্ট প্রাণীর হাত হতে মুক্ত হয়েছে। আল্লাহ্ আমাদের মোনাজাত কবুল করেছেন, আলহামদুলিল্লাহ।। তিনি বলেন, এবারের যুদ্ধ ১৯৭১ সালের যুদ্ধ কেও হার মানিয়েছে। ৭১ এর যুদ্ধ রক্ষা করতে এদেশের লাখো মানুষ প্রান দিয়েছে, অসংখ্য নারীর সম্ভ্রম হানী হয়েছে তবে ২০২৪ এ, দেশের সরকার ই দেশের সাধারণ মানুষ আর ছাত্রদের যেভাবে পাখির মত গুলি করে হত্যা করেছে তা সত্যিই অমানবিক। বিনা কারনে এত গুলো মানুষ হত্যা করা হয়েছে। তবে তাদের তাজা প্রানের বিনিময়ে আমরা নতুন এক দেশ, নতুন এক স্বাধীন রাস্ট্র পেয়েছি।
তবে আমাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। তাদের রক্ত বৃথা যেতে দেয়া যাবেনা। বর্তমান সময়ের সুযোগ নিয়ে দেশে এখন একটা অরাজকতা চলছে। এ প্রসঙ্গ টা বোঝাতে তিনি রাজনৈতিক দল ‘বি এন পি’ র কথা টেনে আনেন। তিনি বলেন, দেশে যে লুটতরাজ আর ভাংচুর চলছে তা মূলত বি এন পির কেউ নয়। তারা হয়তো নামধারী বি এন পি। কেননা বি এন পি কখনই এমন নোংরা কাজের সাথে সম্পৃক্ত ছিলনা। কেউ তাঁর প্রমান দিতে পারবেনা। বি এন পির আমলে দেশে কোনো অরাজকতা ছিলনা। তিনি বারবার জোর দিয়ে চ্যালেঞ্জ জানান যে কেউ বি এন পির জ্বালাও পোড়াও রাজনীতি প্রমান করতে পারবেনা।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা এখন পথে ঘাটে অশান্তি সৃষ্টি করছে তারা কেউই তাঁর মত দলের জন্য কষ্ট ভোগ করেন নি। হাসিনা সরকারের আমলে তিনি ১৪ বার জেল খেটেছেন। ১/১১ এ সেনাবাহিনী একটা অপরাধে তাকে গ্রেফতার করে- তিনি বি এন পি করেন !!
তিনি জোড়ালো ভাবে বলেন, খুব শীঘ্রই দেশনেত্রী খালেদা জিয়ার উত্তরসূরি রাস্ট্র নায়ক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ থেকে সন্ত্রাস,নৈরাজ্যসৃষ্টিকারীদের ধুলোয় মিশিয়ে দেয়া হবে। রাস্ট্র নায়ক তারেক জিয়া তাঁর দল প্রধানদের এমনই আল্টিমেটাম দিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, দলে এমন কিছু মানুষ আছেন যারা দল করতে গিয়ে মামলা মোকদ্দমা খেয়ে নিঃস্ব হয়েছেন তারা কেউ হয়ত বাধ্য হয়ে কোনো অপরাধের সাথে জরিত থাকতে পারে।
তিনি আরেকটি মূল্যবান কথা উল্লেখ করেন তা হলো- আওয়ামী লীগ বলেছিল, তারা ক্ষমতা থেকে সরে গেলে দেশে এক রাতেই ১০ লাখ লোক প্রান হাড়াবে ! আসলে বাস্তবে কি এমনটা হয়েছে? কোথাও থেকে কি এমন খবর এসেছে ? বি এন পি কোনো খুনি দল নয়। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা নিজেদের কুকর্মের ভয়ে নিজেরাই পালিয়েছে। এমনও প্রমান আছে যে , এখন যেসব আওয়ামী লীগের উপর নির্যাতন চলছে বা বাড়ী ঘর ভাংচুর হচ্ছে তারা তাদের দলেরই লোক। সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাঠে ঘাঁটে থাকেন , আপনারা খোঁজ নেন, প্রমান পেয়ে যাবেন।
সবিশেষে তিনি বিজনেস প্রতিদিন কে ধন্যবাদ জানান এবং বলেন , আগামীতে তারা দেশনেত্রী খালেদা জিয়ার উত্তরসূরি রাস্ট্র নায়ক তারেক জিয়ার নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছেন। এজন্য তিনি দেশ বাসী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন …