যদি আবারও দেশে বৈষম্য সৃষ্টি করা হয় তবে এদেশের মানুষ আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে অন্তবর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মাহাম্মাদ ফয়জুল করীম।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সংগঠনের জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
দেশে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশী শক্তি আর ব্যবহার করতে পারবে না। টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে না।
কোন জুলুম, খুন, কেন্দ্র দখল থাকবে না। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে পারবেন। যে মার্কায় যতো বেশি ভোট পাবেন সেই আনুপাতিক হারে সকল প্রতিনিধি সংসদে যাবে এবং প্রতিনিধিত্ব করবে”।
তিনি বলেন, “যদি সকল দলের আংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এদেশের সকলের প্রতিনিধিই সংসদে যাবে এবং সম্মিলিতভাবে দেশ পরিচালনা করা যাবে। তখন সেটা গণমানুষের সংসদ হবে। সেই সংসদ থেকে গণমানুষের জন্য কাজ হবে”।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মুফতি ফয়জুল করীম বলেন, “অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমি বতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশে সরকারের পরিবর্তন হয়েছে। এটা ভুলে গেলে চলবে না। তাই এদেশে আর কোন বৈষম্য ও জুলুম অত্যাচার মেনে নেয়া হবে না।
দেশে যদি আবারও বৈষম্য সৃষ্টি করা হয় তবে এদেশের মানুষ আবারও রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তাই সতর্কতার সাথে দেশ পরিচালনা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান মুফতি ফয়জুল করীম।
এছাড়া দেশে যারা অরাজকতা করেছে সেইসব দোষী ব্যক্তিদের অপমান অপদস্ত না করে আইন আদালতের মাধ্যমে তাদের বিচার করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান ও নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।