অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে ১ বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। একই সাথে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আলমের আদালত বুধবার বিকেলে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামীর নাম মহেন্দ্র মল্লিক। তিনি ভারতের ওড়িশার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারি জাকির হোসাইন জানান, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে স্থানীয় লোকজন অনুপ্রবেশকারী মহেন্দ্র মল্লিককে আটক করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় ভাতীয় নাগরিক। তবে তিনি কোন পাসপোর্ট, ভিসা ও বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১৯৫২ সালের বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত আজ রায় দিয়েছেন।
পুলিশ জানায় আসামী অনুপ্রবেশকারী হিসেবে স্বীকারুক্তি মূলক জবানবন্দী দেওয়ায় আদালতের বিচারক ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।