স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দীপ কয়েকশ’ নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়। গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মো নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মিয়া, মোগরাপাড়া ইউপি মহিলা সদস্য ছাবিনা আক্তার, জিয়াছমিন আক্তার, জামপুর ইউনিয়ন কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজামান দেওয়ান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান দেওয়ান, সোনারগাঁ ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা শাহ আলম, সিদ্দিকুর রহমান, সৈয়দ হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ জালাল, আলী হোসাইন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম সেলিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা মো: সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল, মানিক প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাএলীগ নেতা রিদওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, মাহরুফ, তপু, হাসান, সোহাগ, সাব্বির, শান্ত, রনি, রাশেদ হাবিব, সেচ্ছাসেবক লীগ নেতা রাসেল, আমিরুল, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের সাবেক সভাপতি খোকন, সাধারণ সম্পাদক সিফাত, ইউনিয়ন তাঁতি লীগ নেতা রমজান, শ্রমিক লীগ নেতা বশির উদ্দিন বাচ্চুসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।