নাসিক ৪নং ওয়ার্ড আটি ওয়াপদা কলোনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মহড়া চালিয়ে ককটেল বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ওই সময় এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে এসব সন্ত্রাসীদের ধাওয়া করলে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। গত শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মনোয়ারা জুট মিলের যন্ত্রাংশ ডাকাতি চক্রের মূল হোতা অস্ত্রধারী সন্ত্রাসী সাহেব আলীর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী এলাকায় অস্ত্রের মহড়া দেয়। এ সময় তারা ককট্রেল বিস্ফোরণ, দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষনা দিয়ে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান করা হয়। এই ঘোষনা শুনে হাজার হাজার লোকজন একত্র হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে সন্ত্রাসীদের পাইনি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি সাহেব আলীর নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। স্থানীয়দের তোফের মুখে তারা পালিয়ে যায়। যারা সন্ত্রাসী কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুদ্দিন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেই। পুলিশ আসার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।