সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্সের অভিযোগ সত্য কি না তা নগরবাসী জানে : তৈমূর

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৫.২৫ এএম
  • ৪০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী (হাতি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি মনে করি আমার প্রার্থীতা জনগনের চাহিদার ওপর। খেটে খাওয়া মানুষের চাহিদার ওপর। তাদের জন্য জীবনভর আমি সংগ্রাম করে এসেছি। আজকে খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে তাদের শহর থেকে বিদায় করা হচ্ছে। তাদের পুনর্বাসন করা হচ্ছে না। নাগরিক সুবিধা নগরবাসী পাচ্ছে না। হোল্ডিং ট্যাক্স চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। পানির ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি পেয়েছে। জন্মনিবন্ধন করতে মানুষকে হয়রানি হতে হচ্ছে। ট্যাক্সের বোঝা বহনের জন্য তো জনগন সিটি করপোরেশন চায়নি।

রোববার নাসিক ১৬ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চলাকালীন সাংবাদিকদের একথা বলেন তিনি। গণসংযোগ চলাকালে তৈমূর আলমের সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইভীকে ইঙ্গিত করে তৈমূর বলেন, তিনি অনেক কিছুই বলতে পারেন। আপনাকে পুরো রেকর্ডিংটা শুনতে হবে যে কোথায় আমি ধর্মটা ব্যবহার করেছি। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। আমিতো আমার ধর্মের কথা বলবই। আমি আমার ধর্মে বিশ্বাস করি। সকল ধর্মের মানুষকে আমি সম্মান করি। নাস্তিকদের সম্মান করি না। নাস্তিকতায় আমি বিশ্বাস করি না। আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী এবং যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা যে ধর্মেরই হোক আমি তাদের সম্মান করি।

এক প্রশ্নের জবাবে তৈমূর বলেন, হেল্ডিং ট্যাক্সের অভিযোগ সত্য কি না তা নগরবাসী জানে। যারা হোল্ডিং ট্যাক্স দেয়। আমিই সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবকারী। বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমি সিটি করপোরেশনের যৌক্তিকতা তুলে ধরেছি।

আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে বাধা দেয়ার কেউ নেই। নারায়ণগঞ্জ আমার উঠান, আমার বাড়ি। নারায়ণগঞ্জের মাটির সঙ্গে আমার রক্তের সম্পর্ক। এ শহরের প্রতি ক্ষেত্রে আমার ভূমিকা রয়েছে। আমি সন্ত্রাসীদের গুলি খেয়েছি। রাজপথে পুলিশের মার খেয়েছি। নারায়ণগঞ্জের মানুষ আমাকে বিশ্বাস করে।

দলের সমর্থন প্রসঙ্গে তৈমুর বলেন, আমার আশেপাশে যারা আছে তারা সবাই দলের নেতাকর্মী। দলের নেতাকর্মীরা বাঁচতে চায়। তারা মামলায় জর্জরিত। অনেকের ব্যবসা নিয়ে গেছে, অনেকের বাড়ি নিয়ে গেছে তারা। সিটি করপোরেশনে বিএনপির কোন ঠিকাদার কাজ করতে পারে না। সিটি করপোরেশন আমাদের হাতে থাকলে নারায়ণগঞ্জ বেঁচে যাবে। দলের নেতাকর্মীদের মনের আকুতিটা বুঝতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort