রুদ্রবার্তা২৪.নেট: করোনার টিকা নিয়ে প্রকাশ্যে বিরোধীতা করেও কেন হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়াল গ্রেফতার হচ্ছেন না, সে প্রশ্ন তুলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। রোববার (১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে শোক দিবস আয়োজনের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সময় আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেন, ‘জেলা হেফাজতে ইসলামের সাবেক আমীর মাওলানা আব্দুল আউয়াল করোনার টিকার বিরুদ্ধে খুতবায় নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা রাষ্ট্রবিরোধী। করোনার কারণে আমরা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান সীমিত করছি কিন্তু যে রাষ্ট্রের টাকায় কেনা টিকা নিতে প্রকাশ্যে বিরোধীতা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন ? হেফাজত নারায়ণগঞ্জে যে সকল অপকর্ম করেছে হেফাজতের সে সময়ের আমীর হিসেবে সেসব অপকর্মের দায়ভার তারও। কিন্তু তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না?’
এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র্যাব-১১ এর টু আই সি মেজর শাহরিয়ার, বিজিবি’র টু আই সি হাবিব জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে তারা এ প্রশ্নের কোনো জবাব দেননি।