স্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সনমান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোরগ প্রতিকের মেম্বার পদপ্রার্থী সোলায়মান সুজন ও তার কর্মীদের বিরুদ্ধে একই এলাকার মেম্বার পদপ্রার্থী হাজী আব্দুল বাতেন ও তার কর্মীদেরকে বিভিন্ন হুমকি, মারধর, হামলা ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। হামলা ও হুমকির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনিক দৃষ্টি আকর্ষনে হাজী আব্দুল বাতেন উপজেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দী ইউপি’র ৮নং ওয়ার্ডের মোরগ প্রতিকের প্রার্থী সোলায়মান সুজন নিজে ও তার কর্মীরা একাধিকবার বিভিন্নধরনের হুমকি ধামকি এমনকি দেশীয় অস্ত্র নিয়ে রাতের গভীরে একই ওয়ার্ডের অপর প্রার্থী আব্দুল বাতেনসহ তার কর্মীদের উপর বা তাদের বাড়িতে গিয়ে হামলা করে। তাছাড়া নির্বাচনের দিন হামলার হুমকিও প্রদান করে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচনের ঘোষণা অনুযায়ী প্রার্থীতা গ্রহন করলেও এসকল বিষয় ঘিরে হাজী আব্দুল বাতেন ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। তাই তিনি গতকাল ২৭শে নভেম্বর তার প্রতিদ্বন্ধী মোরগ প্রতীকের প্রার্থী সোলায়মান সুজনের বিরুদ্ধে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
আব্দুল বাতেন অভিযোগে উল্লেখ করেন, সুজন ও তার কর্মীরা প্রকাশ্যে ও জোরপূর্বক কেন্দ্র দখল করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমার কর্মীগন নির্বাচনের দিন (রোববার) নির্বাচনী কেন্দ্রে গেলে সে চা-পাতিসহ বিভিন্নধরনের অস্ত্র দিয়ে কোপাবে বলে হুমকি দিচ্ছে। তারা বিভিন্ন স্থানে চা-পাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র সংগৃহীত রেখেছে।
তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অভিযুক্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবি জানান ও প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন আব্দুল বাতেন।