রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামসুল ইসলাম ভূঁইয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক। চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই পদে আর কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান।
তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগের প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে ভোটগ্রহণের আর প্রয়োজন নেই। বিনা ভোটে তাকেই চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ার কারণ জনগণের ভালোবাসা। এতদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করেছি। সেই কাজের মূল্যায়ন হিসেবে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। জনগণও পাশে থেকেছেন। এখন জনগণের দায়িত্ব শেষ, দায়িত্ব আমার শুরু। জনগণকে সেবা দিয়ে মানুষকে খুশি করতে কাজ করবো। উন্নয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাতজন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক শামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, আলী হায়দার এবং প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই ও ব্যবসায়ী মনির হোসেন। তবে দলীয় মনোনয়ন শামসুল ইসলাম ভূঁইয়া পাওয়ায় আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই মৃত্যুবরণ করেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। গত ২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।