স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন উপ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের ৩ নেতা।
গতকাল রোববার প্রার্থীরা ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ইতিমধ্যেই, উপ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের ৭ জন দলীয় মনোনয়নের জন্য প্রার্থী হয়েছেন। তারা নির্বাচনের জন্য মাঠে প্রচার-প্রচারনাও চালাচ্ছেন। এর মধ্যে প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের ছোট ভাই মনির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমও মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
অপরদিকে, এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়ার পক্ষে তার ছেলে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
উল্লেখ রয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষনা করার পর গত ২রা সেপ্টেম্বর উপ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিলে আগামী ১৩ তারিখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ঘোষনা দেয়া হয়। ফলে গতকাল থেকেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে থাকেন নৌকার প্রতিক মনোনয়ন প্রার্থীরা।
আসন্ন উপ নির্বাচনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দলীয় নেতাদের কর্মকান্ড ও জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
সুত্রটি আরও জানায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষনা করার পর পরিষদের দায়িত্ব দেয়া হয় ভাইস চেয়ারম্যান বাবু ওমরকে। তিনিও মনোনয়ন পত্র কিনবেন বলে জানা গেছে।
এছাড়াও উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।