নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে প্রতিটি ইউনিয়নে ২১ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম ও সদস্যসচিব মোশারফ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার কাঁচপুর ইউনিয়নে সেলিম হককে আহ্বায়ক ও মোমেন খানকে সদস্যসচিব করা হয়েছে।
মোগরাপাড়া ইউনিয়নে নজরুল ইসলামকে আহ্বায়ক ও ইকবাল হোসেনকে সদস্যসচিব, শম্ভুপুরা ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্যসচিব,
নোয়াগাঁও ইউনিয়নে মিজানুর রহমানকে আহ্বায়ক ও আবু বক্কর সিদ্দিককে সদস্যসচিব, বারদী ইউনিয়নে আবদুর রহমানকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
উপজেলার বৈদ্যরবাজার ইউনিয়নে তাজুল ইসলাম সরকারকে আহ্বায়ক ও মোশাররফ হোসেনকে সদস্যসচিব,
পিরোজপুর ইউনিয়নে মনিরুজ্জামানকে আহ্বায়ক ও জয়নাল আবেদীনকে সদস্যসচিব, জামপুর ইউনিয়নে আল মুজাহিদ মল্লিককে আহ্বায়ক ও আজহারুল সানোয়ারকে সদস্যসচিব,
সনমান্দী ইউনিয়নে সাফির উদ্দিন মজনুকে আহ্বায়ক ও মোসলেহ উদ্দিনকে সদস্যসচিব এবং সাদিপুর ইউনিয়নে কামরুজ্জামান ভূঁইয়াকে আহ্বায়ক ও আবদুর রহমান সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রতিটি ইউনিয়নে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।