স্টাফ রিপোর্টার : আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর হোনের নির্বাচনী প্রচার প্রচারনা ব্যাপকভাবে জমে উঠেছে। পুনরায় নির্বাচিত হতে একটি ভোটের জন্য তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
উপজেলার পিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন গত টার্মে মেম্বার ছিলেন। এবারও নির্বাচিত হতে টিউবওয়েল প্রতিক নিয়ে দিন-রাত তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রচার প্রচারনাকালে ২নং ওয়ার্ডবাসীকে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রæতি দিয়ে তাদের নিকট ভোট প্রার্থনা করছেন। করোনাকালে তিনি তার ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও আর্থিক সহযোগীতা করেছেন। যে কারনে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের সাধারণ মানুষ তাকে পূণরায় বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।
মেম্বার প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, ২নং ওয়ার্ডে মোট ৪টি গ্রাম রয়েছে। এর মধ্যে- পাঁচানী, পাঁচকানিরকান্দি, মিরবহরেরকান্দি, চরগোয়ালদী রয়েছে। আর এ ওয়ার্ডে মোট ভোটার প্রায় ২ হাজার ৬’শ এর অধিক। মহিলা ভোটার রয়েছে ১২০০ এবং পুরুষ ১৪০০ এর বেশি। আমি এই নির্বাচনে পূণরায় বিজয়ী হলে গ্রামের সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজ ও সমাজে বসবাসকারী গরীব দুঃখী সকল মানুষের পাশে দাঁড়াবো ও উন্নত সমাজ গড়বো। দূর করবো সকল সন্ত্রাসী, মাদক ও ইভটিজিংয়ের মতো মারাত্মক ব্যাধি। সকল রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়নসহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা পেতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। বিগত সময়ে আমি এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট পাঁকা করন ও কাঁচা রাস্তা মেরামত করেছি। পাঁচানী হতে মঙ্গলেরগাঁও পর্যন্ত সড়কটি বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার মাধ্যমে পিচ ঢালাইয়ের কাজ করেছি। এবারও নির্বাচিত হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমি তা করতে সদা প্রন্তুত আছি ইনশাআল্লাহ। আমি যাতে এই নির্বাচনে পূণরায় বিজয়ী হতে পারি সে জন্য আমার ২নং ওয়ার্ডবাসীসহ সকলের কাছে দোয়া চাই।
স্থানীয় এলাবাসীসূত্রে জানা গেছে, আসন্ন ২৮ নভেম্বর পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে এবার বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেনকে পূণরায় মেম্বার হিসেবে দেখতে চান ২নং ওয়ার্ড এলাকাবাসী। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষও তার আচার-ব্যবহারে মুগ্ধ। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। তাই এবারও তিনি নির্বাচনে জনসমর্থনে বিপুলভাবে এগিয়ে রয়েছেন।