রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ মিজান শেখ (৩৭) ও শাহআলম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩০ কেজি গাঁজা, ৫ হাজার ৪০০টাকা, ৩টি মোবাইল এবং ১টি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিজান শেখ (৩৭) ফরিদপুর জেলার সৈয়দপুর থানার চর আড়িয়াল খা এলাকার মৃত কাশেম শেখের ছেলে ও শাহআলম (৩২) একই এলাকার মৃত মুনতা সিপাইয়ের ছেলে।
র্যাব জানায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে একটি ট্রাক যোগে গ্রেফতারকৃতরা অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিক। এমন সংবাদ পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে ২ মিজান শেখ (৩৭) ও শাহআলমকে (৩২) ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪০০ টাকা, ৩টি মোবাইল এবং ১ টি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।