সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মোড়ে হাইওয়ে পুলিশের ক্যাম্প নির্মাণে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দিয়েছেন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ। এসময় পুলিশ ও সওজ কর্মকর্তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
মঙ্গলবার সকাল ১১’টার দিকে সওজ কর্মকর্তা নির্মাণ কাজে বাধা দিলে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশের টিআই মো. মশিউর আলম ও নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল গিয়ে কাজ চালিয়ে যেতে বলেন।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রশস্থকরণ কাজ চলায় সাইনবোর্ডে হাইওয়ে পুলিশের ক্যাম্প ভেঙে ফেলা হয়। ফলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পিছনের পরিত্যাক্ত সরকারি জলাশয় ভারাট করে ক্যাম্প ও ড্যাম্পিং নির্মাণ কাজ শুরু করেন হাইওয়ে পুলিশ।
পশ্চিম পাশে একই জলাশয় ভরাট করে গণশৌচাগার নির্মাণের কাজ করছে সওজ কর্তৃপক্ষ। দুইটি কাজই করা হচ্ছে জনস্বার্থে। স্থানীয় বিভিন্ন মহল সওজের অধিনস্থ হাজার হাজার একর সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করলেও বাধা দিচ্ছেন না সওজ কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, সওজের অধিনস্থ সরকারি জলাশয় ভরাট করে ব্যক্তিস্বার্থে ওয়ার্ল্ড মার্কেট কর্তৃপক্ষ ১৬ ফুট প্রশস্থ সড়ক, সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় বাঁশের আড়ৎ, চিটাগাং বিল্ডার্স কর্তৃপক্ষ ১২ ফুট প্রশস্ত সড়ক, মৌচাক এলাকায় আল-আমিন গার্মেন্টস কর্তৃপক্ষ করেছে ১৬ ফুট প্রশস্থ সড়ক, মাদানীনগরে টায়ার মার্কেট, মুক্তিনগরে ২০ ফুট প্রশস্ত সড়ক, মুক্তিসরণীতে কমপক্ষে ৫০ শতাংশ জলাশয় ভরাট করেছে আজিজ কো-অপারেটিভ কর্তৃপক্ষ, শিমরাইলে কয়েক একর জমি দখল করে ট্রাক টার্মিনাল নির্মাণ করলেও সওজ কর্তৃপক্ষ বাধা দিচ্ছেননা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাবের প্রকৌশলী নূরে আলম ও জাহিদুল ইসলামের দায়িত্বে রয়েছেন কাঁচপুর সেতু থেকে মাতুয়াইল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের। এই দুই প্রকৌশলীকে অর্থিক সুবিধা দিয়ে বিভিন্ন প্রভাবশালী মহল সওজের অধিনস্থ সরকারি জায়গা দখল করেছে। তবে অর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেন প্রকৌশলী জাহিদুল ইসলাম ও নূরে আলম।
হাইওয়ায়ে পুলিশের সাইনবোর্ড ও শিমরাইল ক্যাম্পের দায়িত্বে থাকা টিআই মশিউর আলম বলেন, সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ও তাদের নির্ধারণ করে দেওয়া সীমানার মধ্যেই নির্মাণ কাজ করা হচ্ছে।
সকালে বেকু নিয়ে সওজের প্রকোশলী জাহিদুল ইসলাম বাধা দেন। এসময় কর্মরত অফিসারা আপত্তি জানালে বাকবিতন্ডা হয়। পরে খবর পেয়ে আমি ও সওজের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল স্যার ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে কাজ চালু করি।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন বাধা দেওয়া হয়নি। সরকারি জায়গায় পুলিশ ক্যাম্প নির্মাণ করছে তাই স্থান নির্ধারণ করে দিতে সরেজমিনে গিয়ে ছিলাম।