সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন লেক পরিদর্শন করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বুধবার (২৩ মার্চ) দুপুরে তিনি ওই লেক পরিদর্শন করেন।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি গণমাধ্যমকে জানান, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লেকের কাজটি শেষ হলে অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হবে। এখানকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরার পাশাপাশি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এছাড়া লেকটি এখানকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে জাইকার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, প্রকল্পটির পরিচালক কামরুল হুদা বাবু প্রমুখ।