নারায়ণগঞ্জ সিটি কপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী আসন-১ (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) এর নারী কাউন্সিলর প্রার্থী শামীম আরা লাভলীর নির্বাচনী গনসংযোগে নারী পুরুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারী) বিকেল ৩ টা থেকে ৩নং ওয়ার্ডের মুক্তিনগর, রসুলবাগ, আদর্শনগর, নিমাইকাশারি, বাগমারা ও সানাড়পাড় এলাকায় শামীম আরা লাভলীর বই প্রতিকের পক্ষে এ প্রচারনা চালানো হয়। গণসংযোগে নারী পুরুষ সকলেই বই প্রতিকের পক্ষে শ্লোগান দিতে থাকেন। এ সময় বাগমারা এলাকায় একটি উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে শামীম আরা লাভলী বলেন, আমার নির্বাচনী প্রচারনায় আপনাদের ব্যাপক উপস্থিত ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এইভাবে আপনাদের সমর্থন ও ভালবাসা থাকলে বই প্রতিকের পক্ষে ১৬ জানুয়ারী এর প্রতিফল ঘটবে। আমি নির্বাচিত হলে আপনাদের ঘরে ঘরে নাসিকের সেবা পৌছে দিবো।
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডকে নারী বান্ধব, আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। এছাড়া বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি করে সমাজিক অপরাধ প্রতিহত করবো। কোন পিতা-মাতার বুকে যেন সন্তানকে নিয়ে হাহাকার না থাকে, সেই লক্ষ্যে কাজ করার প্রতিজ্ঞায় এগিয়ে যাচ্ছি।
নির্বাচিত হলে সবার মতামত নিয়ে এলাকার উন্নয়ন করবো। তাই আবারো এভাবেই আপনাদের সকলের দোয়া ও সমর্থণ কামনা করছি।