রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) চিটাগাং রোড এলাকা মাদক বিরোধী ও হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আতিক হোসেন (২৫), কুমিল্লা জেলারকোতোয়ালি এলাকার আ. সাত্তারের ছেলে এবং সৈয়দ মাহমুদ হোসেন (৩১), রবিশাল মুলাদী এলাকার সৈয়দ আমির হোসেনের ছেলে। অন্যদিকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত রুহুল আমিন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি এলাকার মৃত জামাল মাতবরের ছেলে, সাইফুল ইসলাম সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ফজলুল হকের ছেলে ও মিরাজ হাওলাদার ভোলা হযরত আলীর ছেলে।
র্যাব জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোড এলাকায় থেকে আতিক হোসেন (২৫), সৈয়দ মাহমুদ হোসেনকে (৩১) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল জব্দ করে র্যাব।
অপরদিকে চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাতে অস্থায়ী ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অপরাধে রুহুল আমিন, সাইফুল ইসলাম ও মিরাজ হাওলাদার নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং য়তির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।