নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক মসজিদে জুম্মার নামাজের পর বক্তব্য প্রদানকালে হামলার শিকার হয়েছে এক পুলিশ কর্মকর্তা। হামলার শিকার পুলিশ কর্মকর্তার নাম আজিজুল হক, সে সিদ্ধিরগঞ্জ থানার এসআই পদে কর্মরত আছেন।
শুক্রবার (১০ জুন) বিকেলে হামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমার।
তিনি জানান, ‘আজ জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জ বড় মসজিদে বক্ত্য প্রদানকালে আমাদের এক কর্মকর্তা হামলার শিকার হয়েছে। আমি নিকটতম আরেকটি মসজিদে তখন বক্তব্য দিচ্ছিলাম, হামলার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করি। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
‘কেনো হামলা করা হয়েছে?’ এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘তিনি মসজিদে বলছিলেন যে, মহানবীকে নিয়ে কটুক্তির ঘটনা ভারতেই থাকবে, এটা নিয়ে যাতে এখানে কোন ধরণের বিশৃঙ্খলা না হয়। আপনারা এখানে শান্তিপূর্ন ভাবে থাকবেন। এ কথা বলতে না বলতেই কয়েকজন যুবক তার উপর জুতার বক্স ও জুতা দিয়ে হামলা করে। সেখানে থাকা বয়স্ক মুসল্লিরা পরে তাদের শান্ত করার চেষ্টা করলে তারাও আঘাত প্রাপ্ত হন’
মো. মশিউর রহমার বলেন, ‘এ ঘটনায় এখনো আমরা কাউকে আটক করতে পারিনি। তবে গোয়েন্দা পুলিশের মাধ্যমে আমরােএকটা নামের তালিকা করেছি এবং সেই তালিকার মাধ্যমে মামলা দায়েরের প্রস্ততি চলছে।’