সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রনহীন ট্রাক (ঢাকা- মেট্রো-ট ১৪-২১৩৮) এর ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। এছাড়াও ট্রাকের ধাক্কায় ৩টি প্রাইভেট কার, ১টি হাইস মাইক্রোবাস ও ১টি হুন্ডা দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে মাসুদ রানা নামে একজনের নাম জানা গেছে।
তিনি ক্ষতিগ্রস্থ একটি প্রাইভেট কারের চালক। বর্তমানে শিমরাইলের মা জেনারেল হসপিটালে আহত অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় একই পরিবারের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এরা হুন্ডা আরোহী ছিলো। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলের মোড়ে পুলিশ বক্্েরর সামনে এ ঘটনাটি ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করে এবং ঘাতক ট্রাকটি জব্দকরে থুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ফারুক বলেন, দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং একই পরিবারের আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি জব্দকরে থুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলি উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।