সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিন পাশের ফুটপাত চাঁদাবাজ রিপন ওরফে মুরগি রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়সাল আলম শনিবার (৮ জানুয়ারী) দুপুরে হীরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে এককালিন ১৫ লাখ ও প্রতি দোকান থেকে দৈনিক ২শ’ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে রিপনের বিরুদ্ধে।
জানা গেছে, রিপন চাঁদাবাজির পাশাপাশি জুয়ার আসর ও বাউল গানের আড়ালে বিভিন্ন এলাকায় দেহ ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আড়াইশতাধীক ফুটপাত দোকান থেকে দৈনিক ৫০ হাজার টাকা করে চাঁদা আদায় করছে রিপন।
সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তুলা ফুটপাত পুলিশ কয়েক দফা উচ্ছেদ করলেও রিপন আবার এসব দোকান বসায়। চাঁদাবাজ রিপন গ্রেপ্তার হওয়ায় ফুটপাত ব্যবসায়ীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামলার বাদী সাফায়েদুর রহমান রিপনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয়েছে।