নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়াবাজারে সোমা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরকাষন অধিদপ্তর।
রোববার (৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন , ভোক্তা অধিকার সংরকাষন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রোকেয়া আক্তার, জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কর্তৃক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। মনিটরিং এর সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া বাজারে সোমা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।