সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী প্রধান মসজিদ এলাকায় ১ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ অফিস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কদমতলী এলাকায় এ অভিযান করা হয়। অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহারকৃত ১ হাজার ফুট পাইপ জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
তিতাস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাসিক ৭ নং ওয়ার্ডে প্রধান মসজিদ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহারকৃত পাইপ জব্দ করা হয় এবং ৬ টি বাড়ীতে ৩০টি চুলা অবৈধ ভাবে ব্যবহার করার অপরাধে বাড়ী গুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ডিজিএম গোলাম ফারুকের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী সাকির আহাম্মেদ. ফতুল্লা তিতাসের ম্যানেজার কৌশলী আতিকুল ইসলাম .প্রকৌশলী রঞ্জিত কুমার দে সহ গ্যাস স্টেশনের অন্যান্য কর্মকর্তারা।