কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মহাসড়কে অবস্থান নিতে চাইলে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আটক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে বের আসেন তিনি। তবে আটককৃত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও অজ্ঞাতনামা ২ বিএনপি নেতাকে ছাড়েননি ডিবি পুলিশ ।
এর আগে সকালে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, কেন্দ্র ঘোষিত মহাসড়কের পাশে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জস্থ ডাচ বাংলা ব্যাংকের সামনে বিএনপি অবস্থান নিতে চাইলে পুলিশ এসে বাঁধা দেয় ।
পুলিশের বাঁধা অতিক্রম করে মহাসড়কে উঠতে চাইছে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ নেতাকর্মীদের টেনে হেঁচড়ে ডিবি পুলিশ গাড়ি তুলে।
আহতরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, যুবদল নেতা আজিজুল ইসলামসহ অর্ধ্বশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।